আজ- শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ১:০৯
১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১
১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

সখীপুরে ৩০ প্রাথমিকে প্রধান শিক্ষকের পদ শূন্য

দৃষ্টি নিউজ:

dristy-pic-68টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রমসহ পড়াশোনা বিঘ্নিত হচ্ছে।
প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলো হচ্ছে সাড়াসিয়া, পাহাড়কাঞ্চনপুর, পশ্চিম বোয়ালী, প্রতিমাবংকী উত্তরপাড়া, হাজি ইন্নছনগর, কালমেঘা উত্তর, চাকদহ হাতীবান্ধা, টেকিপাড়া, হতেয়া রাজাবাড়ি, হতেয়া কেরানীপাড়া, হাতীবান্ধা, দাঁড়িপাকা, শিরিরচালা, বানিয়ারসিট, ঘোনারচালা, তৈলধারা, হাসানগঞ্জ চকচকিয়া, কচুয়া নয়াপাড়া, উত্তর গড়বাড়ি, রহিমগঞ্জ, বড়চালা, পানাউল্লাহপাড়া, বড় হামিদপুর, কামালিয়া চালা, জামাল হাটকুড়া, ডাবাইল, নোহালী চালা ও পশ্চিম কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরির মেয়াদ শেষ হলেও পুনরায় পদায়ন করা হয়নি।
এসব বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে দাপ্তরিক কাজ চালানো হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কাজসহ শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
একাধিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, প্রধান শিক্ষক না থাকায় প্রায়ই বিদ্যালয়ের কাজে উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন জায়গায় যেতে হয়। এতে দুইজন শিক্ষকের ঘাটতি পড়ে যায়। এই ঘাটতি মিটাতে হিমশিম খেতে হয়। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল হক জানান, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়ের তালিকা ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়