দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একলাছ হায়াৎ সরোয়ার পানির বোতল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
সোমবার(৬ মার্চ) বিকালে ভোটগ্রহণ শেষে উপজেলার কাহারতা ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার কামরুল হাসান এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, উপ-নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ওয়ার্ডে ১ হাজার ৮০০ ভোটারের মধ্যে ১ হাজার ৫৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে পানির বোতল প্রতীকে একলাছ হায়াৎ সরোয়ার ৯০০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান ডালিম প্রতীকে ৬২৬ ভোট পেয়েছেন।
এরআগে সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। ভোটাররা সারি বেধে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীর প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করেন।
টাঙ্গাইাল জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর এ ওয়ার্ডের কাউন্সিলর ওয়াজেদ আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।