আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:৫৬

সপ্তম তলা ভবন থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

dristytv-2
টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার আনিসুর রহমানের ৭ম তলা ভবনের ৫ম তলা থেকে পড়ে শনিবার(১৫ অক্টোবর) দুপুরে সৈয়দ সালমান(২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সালমান সাবালিয়া এলাকার ভাড়াটিয়া ও কালিহাতী উপজেলার পাঠন গ্রামের সৈয়দ রানার ছেলে।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার আনিসুর রহমানের ৭ম তলা ভবনের ৫ম তলার ভাড়াটিয়া ও গাড়ি ব্যবসায়ী সৈয়দ রানার ছেলে সৈয়দ সালমান খেলতে খেলতে ৫ম তলার বারান্দায় চলে আসে। বারান্দায় গ্রীলের নিচে ফাঁকা থাকায় সে ৫ম তলা থেকে নিচে পড়ে যায়। এ সময় স্বজনরা গুরুতর অবস্থায় সৈয়দ সালমানকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno