দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে সরকারি জমি থেকে মাটি কেটে বিক্রি করার সময় ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(২২ নভেম্বর) দুপুর ১টার দিকে টাঙ্গাইল র্যাব-১২ এর সদস্যদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান।
এসময় চারাবাড়ি এলাকার আ. মজিদ মিয়া ও একই এলাকার শিবলুকে ৩ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদন্ড, আজাহার আলী ও শামীম মিয়াকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড এবং হযরত আলী ও আ. মতিনকে ৩ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে সরকারি জমি থেকে প্রভাবশালীদের ছত্রছায়ায় দন্ডপ্রাপ্তরা মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করে উল্লেখিত মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়।