আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:০৮

সাংবাদিকদের জন্য শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ

 

দৃষ্টি নিউজ:

1457963575_27টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে পিআইবি’র উদ্যোগে দু’দিন ব্যাপী ‘সাংবাদিকদের জন্য শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ’ শুরু হয়েছে।
শনিবার(২৬ নভেম্বর) সকালে প্রশিক্ষনের উদ্বোধন করেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের(পিআইবি’র) মহাপরিচালক শাহ আলমগীর। পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমানের সমন্বয়ে প্রথম দিনে পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর ও রাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে প্রশিক্ষণ প্রদান করেন।
দ্বিতীয়দিন(রোববার) সকাল সাড়ে ৯টা থেকে প্রশিক্ষণে বক্তব্য উপস্থাপন করবেন, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, জেন্ডার স্পেশালিস্ট আবদুল্লাহ শাহরিয়ার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ।
প্রশিক্ষণে প্রিন্ট মিডিয়ার ৬০ জন প্রতিনিধি অংশ গ্রহন করছেন। এছাড়া পিআইবি’র উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের হলরুমে ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদেরও তিনদিন ব্যাপী পৃথক প্রশিক্ষণ চলছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno