আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১:২৭

সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে :: বিচারপতি মমতাজ উদ্দিন

 

দৃষ্টি নিউজ:

dristy-9
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সব সময়ই সাংবাদিকদের অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। বাংলাদেশে কতজন সাংবাদিক আছে তার কোন হিসাব সরকারের কাছে নেই। এ কারণে বাংলাদেশ প্রেস কাউন্সিল সারা দেশের সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। তিনি বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ‘আইন ও আচরণবিধি’ সর্ম্পকিত এক মতবিনিময় সভায় একথা বলেন। তিনি বলেন, ১ এর মধ্যে ১০ গুণাবলীতে সমৃদ্ধ মফস্বল ও জেলার সাংবাদিকরা। এ পর্যায়ে সাংবাদিকতা চালাতে সকল প্রকার সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা অর্জন করতে হয়। এ পেশা পরিচালনা করতে গিয়ে রাজনৈতিক প্রশাসনিকসহ অনেক ধরনের সমস্যার সম্মুখিন হন জেলার সাংবাদিকরা।
টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno