আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:১০

সাংবাদিকের বাবার ইন্তেকাল

 

দৃষ্টি নিউজ:

timthumbসাংবাদিক আ. মালেক তপুর বাবা সাবেক সমবায় কর্মকর্তা আ. ওয়াহেদ সোমবার(৩১ অক্টোবর) ভোরে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
পারিবারিক সূত্রে জানাগেছে, টাঙ্গাইল শহরের দক্ষিণ থানাপাড়ার নিজ বাসায় সোমবারও তিনি প্রতিদিনে ন্যায় ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে হঠাৎ তার পেট ফুলে যায়, বমি বমি ভাব হয়। এ সময় তরিঘড়ি তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতু্যকালে তিনি ২ ছেলে ও এক মেয়ে সহ বহু আত্নীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান মসজিদ মাঠে জানাযা শেষে তাকে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno