দৃষ্টি নিউজ:
দৈনিক আমাদের সময় ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও মানবাধিকার কর্মী এহসানুল হক শাহীন গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
পারিবারিক সূত্রে জানাগেছে, গত ১৭ নভেম্বর হঠাৎ করে তার পেটে প্রচন্ড ব্যাথা শুরু হয়। দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, তার অ্যাপেনডিসাইড-এর আকার মারাত্নক ধারন কারার কারণে পেটে ব্যাথা হচ্ছে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা সোমবার(২১ নভেম্বর) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্তানান্তর করেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন শাহীনের বড় ভাই মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আকরামুল হক খান তুহীন।