দৃষ্টি নিউজ:
আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার পলাতক আসামি টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা আত্মসমর্পণ করেছেন। রোববার(১৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পন করেন। এরআগে তিনি অতি সাধারণভাবে কক্ষে প্রবেশ করে আদালত শুরু হওয়ার অপেক্ষা করতে থাকেন।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেছেন। মামলার অন্য পলাতক আসমিরা হাজির হননি বলেও তিনি জানান।
প্রকাশ, ২০১৩ সালের ১৮ জানুয়ারি ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইলে তার কলেজপাড়ার বাসার সামনে পাওয়া যায়। এর তিন দিন পর তার স্ত্রী টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন।
আদালতে শুনানি চলছে। বিস্তারিত আসছে…