দৃষ্টি নিউজ:
সাতদিনের খবরের কাগজ পূর্বাকাশ সংবাদদাতাদের বার্ষিক সম্মিলন শনিবার(১৭ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল শহরের আকুর টাকুর কাকলী কুঞ্জ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ষাটের দশকের অন্যতম কবি ও রাজনীতিক বুলবুল খান মাহবুব।
সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলনে বিশেষ অতিথি ছিলেন কবি ও অধ্যাপক মাহমুদ কামাল, মাই টিভির বার্তা সম্পাদক খান মোহাম্মদ সালেক, কলামিস্ট সালেহ আহমেদ, কলামিস্ট অ্যাডভোকেট নীহার সরকার। পূর্বাকাশের বার্তা সম্পাদক রাশেদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মিলনে অন্যদের মধ্যে সাংবাদিক কেএস রহমান শফি, পূর্বাকাশ সংবাদদাতাদের মধ্য থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি আশিকুর রহমান পলাশ, গোপালপুর সংবাদদাতা সন্তোষ দত্ত বক্তব্য রাখেন।
পরে সেরা চারজন সংবাদদাতাকে পুরস্কৃত করা হয়। তারা হলেন বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদীন, মির্জাপুর সংবাদদাতা মীর আনোয়ার হোসেন, সখীপুর সংবাদদাতা সাজ্জাত লতিফ ও মামুন হায়দার।