আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  দুপুর ১:৪০

সাবেক বিচারপতি আবু সাঈদ চৌধুরীর বাড়িতে ব্রিটিশ হাইকমিশনার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ীতে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি মরহুম আবু সাঈদ চৌধুরীর পৈতৃক বাড়ি পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

শুক্রবার (২ অক্টোবর) হাইকমিশনার নাগবাড়ী গ্রামে পৌঁছলে কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান তাকে স্বাগত জানান।

এ সময় সাবেক রাষ্ট্রপতি বিচারপতি মরহুম আবু সাঈদ চৌধুরীর মেয়ে শিরিন হাসান ও জামাতা ব্যারিস্টার মনজুর হাসান উপস্থিত ছিলেন।

হাইকমিশনার প্রথমে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি মরহুম আবু সাঈদ চৌধুরীর মেয়ে শিরিন হাসানের বাড়িতে কিছুক্ষণ অবস্থান করেন।

পরে তিনি বিচারপতি মরহুম আবু সাঈদ চৌধুরীর পৈতৃক বাড়ি ও মরহুমের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন। বিকাল ৩টা পর্যন্ত হাইকমিশনার সেখানে অবস্থান করে ঢাকায় রওয়ানা হন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno