আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:৫৭

সুরঞ্জিত সেনগুপ্ত’র মৃত্যুতে মাভাবিপ্রবি ভিসির শোক

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-76বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। রোববার(৫ ফেব্রুয়ারি) এক শোক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। একই সাথে পরিবারের সকল সদস্যদের এ শোক সহ্য করার জন্য পরম করুনাময় সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করেন।
বিবৃতিতে ভাইস-চ্যান্সেলর বলেন, আমরা একজন ত্যাগী রাজনীতিবিদ, সংবিধান বিশেষজ্ঞ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালাম, যার অভাব পুরণ হবার নয়। তাঁর কৃতকর্মের মাধ্যমে তিনি জাতিকে কৃতজ্ঞতায় আবদ্ধ করে রেখে গেছেন।
উল্লেখ্য, রাজধানীর ল্যাব এইড হাসপাতালে রোববার(৫ ফেব্রুয়ারি) ভোরে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno