দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে সৃষ্টি শিক্ষা পরিবারের দুই যুগ পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার(২৪ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত ওই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।
সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়ার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ প্রমুখ।
এ সময় সৃষ্টি শিক্ষা পরিবারের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।