আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৩:৩৭

সোনার হরফে লেখা কোরআন

 

দৃষ্টি ডেস্ক:

koran_32614_1480623962
স্বচ্ছ কালো সিল্কের ওপর চক চক করছে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের হরফগুলো। সোনা ও রুপা দিয়ে লেখা। ১৬৪ ফুট সিল্কের ওপর মূল্যবান ধাতু দিয়ে সম্পূর্ণ কোরআন লিখে ইতিহাস গড়েছেন আজারবাইজানের শিল্পী তুনজালে মেমেদজাদে। সিল্কের ওপর সোনার হরফে কোরআন এই প্রথম লেখা হল বলে জানান ৩৩ বছরের এই শিল্পী। খবর আনন্দবাজারের। পৃথিবীর সবচেয়ে পুরনো কোরআন নাকি লেখা হয়েছিল ভেড়ার চামড়ার ওপর। ২০১৫ সালে সেই কোরআনের পাণ্ডুলিপির খোঁজ মেলে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মালখানায়। এ নিয়ে তখন চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবার সোনা ও রুপার হরফে সম্পূর্ণ কোরআন লিখেছেন তুনজালে মেমেদজাদে। ১৬৪ ফুটের স্বচ্ছ কালো সিল্কের ওপর সোনা এবং রুপা দিয়ে কোরআন লিখেছেন তিনি। সময় লেগেছে প্রায় ৩ বছর। ১১.৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কোরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে ইসলামীয় শিল্পকলা। প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স দিয়ানেট থেকে প্রকাশ পেয়েছে কোরআনের প্রথম সংস্করণ। তিনি বলেন, সিল্ক দিয়ে তৈরি কোরআন কোনোভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত আনেনি। কোরআনেই সিল্কের কথা উল্লেখ রয়েছে।

সূত্রঃ অনলাইন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno