প্রথম পাতা / টপ সংবাদ /
সোহেল হাজারি বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত
By দৃষ্টি টিভি on ১৬ ফেব্রুয়ারী, ২০১৭ ১১:০১ পূর্বাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীফ হুইফকে সংসদীয় স্থায়ী কমিটি পূনর্গঠনের আহ্বান জানান। এরপর সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপিত হলে উপস্থিত সংসদ সদস্যদের ভোটে বুধবার রাত ৯টায় হাছান ইমাম খান সোহেল হাজারীকে বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সম্মানীত সদস্য মনোনীত করা হয়। এ সংবাদ জানার পর কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ তাঁর অনুসারীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
এ বিষয়ে হাছান ইমাম খান সোহেল হাজারি জানান, এ অর্জন কালিহাতীবাসীর। কালিহাতীর জনসাধারণ আমাকে ভালোবেসে গত ৩১ জানুয়ারি উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেন। যেকোন অর্জনই মানুষকে দায়বদ্ধতা এনে দেয়। এই দায়বদ্ধতা থেকে কালিহাতীবাসীর মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই।
এ অর্জন নিয়ে তিনি আরো জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিশন টুয়েন্টি-টুয়েন্টি ওয়ান বাস্তবায়নের ল্েয নিরলসভাবে কাজ করে যাব।
উলেখ্য, ৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪ (কালিহাতী) শুন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাছান ইমাম খান সোহেল হাজারী বিপুল ভোটে বিজয় লাভ করেন। গত ৭ ফেব্রুয়ারি সরকারি পর্যায়ে গেজেট প্রকাশ হয় এবং একই দিনে সংসদে যোগদান করে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
দেশে বৈষম্য আর দুর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে :: রাশেদ খান মেনন
-
যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়
-
টাঙ্গাইল স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
-
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৪৯৮ টাকা
-
টাঙ্গাইলে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার ৩৬৩তম আসর
-
টাঙ্গাইলের প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী মহুয়া শিশু পুরস্কারে ভূষিত
-
মির্জাপুরে পাহাড়ি টিলা কাটার অপরাধে গ্রেপ্তার ৮
-
কালিহাতীতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আপডেট পেতে লাইক করুন
