আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:২৪

স্কুল রক্ষায় তিন চেয়ারম্যানের স্মারকলিপি!

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-5
টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার সীমান্তে প্রতিষ্ঠিত মগড়া পাল্স ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অনিয়ম রুখতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় তিন ইউনিয়নের চেয়ারম্যান।
বৃহস্পতিবার(১৭ নভেম্বর) সকালে কালিহাতী উপজেলার দশকিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ এমএ মালেক ভূইয়া, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন প্রামাণিক ও সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম স্মারকলিপিতে সাক্ষর করেন। স্মারকলিপিতে বলা হয়, টাঙ্গাইল জেলা সদর থেকে মাত্র ৯ কি.মি. দূরে অবস্থিত কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী মগড়া পালস্ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি ম্যানেজিং কমিটির অব্যবস্থাপনায় ক্রমান্বয়ে ধংসের দিকে ধাবিত হচ্ছে। দায়িত্বহীন ম্যানেজিং কমিটির কারণে শিক্ষকরা নানাবিধ কলহে জড়িয়ে পড়েছেন। ফলে শিক্ষা ব্যবস্থায় ধস নেমে এসেছে। ম্যানেজিং কমিটি নিয়োগকৃত প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলামকে একটি মিথ্যা ও বানোয়াট তদন্তের ভিত্তিতে প্রাথমিক ও চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। এতে শিক্ষকদের মাঝে বিভাজন শুরু হয়। বর্তমান ম্যানেজিং কমিটির অপতৎপরতা, শিক্ষকদের মর্যাদা ক্ষুণœ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় আগামী ১৯ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করা হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এ সময় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno