আজ- ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ৪:২৫

হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের বর্ষপূর্তি উদযাপন

 

দৃষ্টি নিউজ:

15747820_1825069707749189_7003409392632284992_n
টাঙ্গাইলে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। রোববার(১ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও হাতেখড়ি স্কুলের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, কবি মাহমুদ কামাল, রাইট ফেয়ারের প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ, শিক্ষক নেতা সাজ্জাদুর রহমান খোশনবীশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক নওশাদ রানা সানভী।
প্রথম বর্ষপূর্তি ও ২য় বছরে পদার্পণ উপলক্ষ্যে প্রেসক্লাবের অডিটরিয়ামে প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno