আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:৩১

হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষা সফর

 

দৃষ্টি নিউজ:

dristy-d-15টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাস্থ হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ ফেব্রুয়ারি) বিনোদনের মনোমুগ্ধকর পরিবেশ বঙ্গবন্ধু সাফারি পার্কে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিশুদের বিনোদন, সংস্কৃতিমনা ও মেধাবিকাশের জন্য প্রতি বছর প্রতিষ্ঠানটি শিক্ষা সফরের আয়োজন করে।
বার্ষিক ওই শিক্ষা সফরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহেলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমির উদ্দিন আমিরী, হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও সাপ্তাহিক যুগধারা’র সম্পাদক এইচএম হাবিবুর রহমান সরকার, মধুপুর কারিগরি স্কুল ও বিএম কলেজের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন, কালিহাতী প্রেসকাবের সহ-সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক সোহেল রানা, দৈনিক মানবজমিনের কালিহাতী প্রতিনিধি শাহীন আলম, দৈনিক প্রগতির আলো’র প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক যুগধারা’র প্রতিনিধি শরিফুল ইসলাম (মেয়র) প্রমুখ। এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক এ শিক্ষা সফরে অংশ নেন।
শিক্ষা সফরে সকলকে আনন্দ দেয়ার জন্য লটারীর আয়োজন করা হয়। লটারীর ড্র- এর মাধ্যমে ২৮ জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno