আজ- শনিবার | ২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১ | সকাল ৮:২৯
২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১
২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র, ১৪৩১

হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নিবন্ধন :: ডিসি সম্মেলনে প্রস্তাব

দৃষ্টি রিপোর্ট:

জন্ম নিবন্ধন নিয়ে জটিলতা ও অনীহা কাটাতে হাসপাতালসহ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জন্ম নিবন্ধনের প্রাথমিক তথ্য নিশ্চিতের পাশাপাশি শতভাগ নিবন্ধন নিশ্চিতকরণের প্রস্তাব করেছেন একজন জেলা প্রশাসক (ডিসি)। তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উপলেক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের এ প্রস্তাবের পর মন্ত্রিপরিষদ বিভাগ উত্তরণ বা বাস্তবায়নের সুপারিশের পর একটি উপায়ও বাতলে দিয়েছে।

 

 

প্রস্তাবে বলা হয়েছে, জন্ম নিবন্ধনের প্রাথমিক তথ্য নিশ্চিতের জন্য হাসপাতাল/ক্লিনিক/স্বাস্থ্যকেন্দ্র/টিকাদান কেন্দ্রসমূহকে দায়িত্ব প্রদান ও শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিতকরণ।

 

 

 

 

প্রস্তাবের স্বপক্ষে যুক্তিতে বলা হয়, এতে জন্ম নিবন্ধনের অনীহা দূর হওয়া। ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ও টিকাদান কার্যক্রম সম্পাদন নিশ্চিত করা এবং জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ উত্তরণ বা বাস্তবায়নের সুপারিশে বলেছে, স্থানীয় সরকার বিভাগ থেকে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

 

 

 

 

 

 

বর্তমানে স্থানীয় সরকার বিভাগের অধীন জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ করে থাকে। এই কার্যালয়ের অধীন সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন করা যায়। জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া জটিল হওয়ায় মানুষকে নানা ভোগান্তি পোহাতে হয়। এতে নিবন্ধনে অনীহা রয়েছে।

 

 

 

 

 

 

 

জন্ম নিবন্ধন প্রক্রিয়া জটিলতা নিয়ে খেদ প্রকাশ করেছেন স্বয়ং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জন্ম নিবন্ধন- এটার কোনো মা-বাপ আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা-বাপ নাই। জন্ম নিবন্ধন ব্যবস্থায় সৃজনশীল উপায় বের করার তাগিদ দিয়ে তিনি বলেন, সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিলে তো চলবে না। নিশ্চয়ই ব্যবস্থা আছে। কিছু একটা করতে হবে।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়