আজ- বুধবার | ২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১ | বিকাল ৫:০১
২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১
২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র, ১৪৩১

১০৭টি বিয়ের পরও পাত্রীর খোঁজে বেলো!

দৃষ্টি ডেস্ক:

dristy-picure-5
নাইজেরিয়ার মোহাম্মদ বেলো আবু বকরের বয়স এখন ৯২ বছর। তবে ঠিক বয়সের জন্য তিনি আলোচিত নন। বরং আলোচিত নিজের মোট বয়সের চেয়ে আরও ১৫টি বিয়ে বেশি করে। তবে একথা শুনে চমকে ওঠার আগে একটু স্থির হওয়াই ভালো। কারণ, আরও পাত্রীর খুঁজছেন বলে জানিয়েছেন বেলো।
এই বয়সেও বেলো সুন্দরভাবে গুঁছিয়ে রেখেছেন তার দাম্পত্য জীবন। তার দাম্পত্য জীবন আলো করে রয়েছেন ৯৭ জন নারী। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই পড়লেন। মোট ১০৭টি বিয়ের মধ্যে মাত্র ১০টি সম্পর্ক টেকেনি।
এতগুলো বিয়ে পরও উৎসাহে বিন্দুমাত্র ভাটা পড়েনি বেলোর। তিনি তার কাজ করে চলেছেন। তার কাছে এই সংখ্যা নাকি কিছুই নয়। যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন আরও বিয়ে করবেন- এমনটাই বেলোর ইচ্ছে।
এদিকে কিছুদিন আগে বেলোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়। কিন্তু ভুল ভেঙে দিয়ে সশরীরে সবার সামনে হাজির হন বেলো।
বিয়ে নিয়ে সমালোচকরা ভুলের মধ্যে রয়েছেন দাবি করে বেলো জানান, এতগুলো সম্পর্কে জড়িয়ে তিনি কোনো ভুল কাজ করেননি। বরং আরও বিয়ে করাই এখন তার লক্ষ্য।
সূত্র: অনলাইন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়