দৃষ্টি ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকীকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যেতে দেওয়া হয়নি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ব্যাংকক যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়। এ সময় সঙ্গে তার সন্তানও ছিলেন। আজাদ সিদ্দিকী মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, আজাদ সিদ্দিকী একটি এয়ারলাইন্সের সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীসহ ব্যাংকক যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন। ইমিগ্রেশনে পৌঁছলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়। তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠায়।
আজাদ সিদ্দিকীর পারিবারিক সুত্র জানিয়েছে, আজাদ সিদ্দিকী তার মেয়ের চিকিৎসার জন্য শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছিলেন।