আজ- শুক্রবার | ১৭ অক্টোবর, ২০২৫
১ কার্তিক, ১৪৩২ | সকাল ৭:১৫
১৭ অক্টোবর, ২০২৫
১ কার্তিক, ১৪৩২
১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক, ১৪৩২

আজিজুলের সেঞ্চুরির আক্ষেপ :: বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ

দৃষ্টি স্পোর্টস ডেস্ক:

শ্রীলংকা সফরে দুর্দান্ত ব্যাটিং করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম। বৃহস্পতিবার(৮ মে) কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ যুব দল।

 

 

 

 

আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৬ রানে ফেরেন কালাম সিদ্দিক। তিনি ৪৫ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। তৃতীয় উইকেটে রিজান হোসেনের সঙ্গে ১২৬ বলে ১০৮ রানের জুটি গড়েন অধিনায়ক আজিজুল হাকিম। তাদের এই জুটিতে বড় সংগ্রহের পথে অগ্রসর হয় বাংলাদেশ।

 

 

 

 

 

 

কিন্তু ৩৯.১ ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোর বোর্ডে ১৮৮ রান জমা করতেই শুরু হয় বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে খেলা আর মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হয়। ফলে ছয় ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে যায় বাংলাদেশের যুবারা।

 

 

 

 

 

সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম। তিনি ১১১ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৯৪ রান করে আউট হন। ৬৪ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে এগিয়ে নিচ্ছিলেন রিজান সোহেন।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়