আজ- শুক্রবার | ৯ জানুয়ারি, ২০২৬
২৫ পৌষ, ১৪৩২ | দুপুর ১:১৮
৯ জানুয়ারি, ২০২৬
২৫ পৌষ, ১৪৩২
৯ জানুয়ারি, ২০২৬, ২৫ পৌষ, ১৪৩২

আদিবাসীদের বিরুদ্ধে বন আইনের ৮৮ মামলা প্রত্যাহার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যান এলাকায় বসবাসরত আদিবাসীদের বিরুদ্ধে দায়ের করা বন বিভাগের ৮৮ মামলা প্রত্যাহার করা হয়েছে। এসব মামলায় অভিযুক্ত ৩৮৭ জনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার(৭ জানুয়ারি) বন আদালতের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ উদ্দিন ফরাজী শুনানি শেষে মামলা প্রত্যাহারের ওই রায় দেন। টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

 

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ডিসেম্বর টাঙ্গাইল বন বিভাগের মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরতদের প্রথাগত ঐতিহ্য ও অধিকার সংরক্ষণের জন্য এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বুধবার আদালতে শুনানি শেষে টাঙ্গাইল বন আদালতের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ উদ্দিন ফরাজী ৮৮টি বন মামলা প্রত্যাহারের আদেশ দেন ও মামলায় অভিযুক্ত ৩৮৭ জনকে খালাস প্রদান করেন। অভিযুক্তদের মধ্যে গারো ও কোচ আদিবাসী ২৩১ জন এবং স্থানীয় বাঙালি রয়েছেন ১৫৬ জন।

 

 

 

মামলা প্রত্যাহারের ফলে মধুপুরে বসবাসরত প্রথাগত বনবাসীদের মাধ্যমে শালবন সংরক্ষণ ও পুনরুদ্ধার আরও সহজ হবে বলে আশা করছে বন বিভাগ।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়