দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে দৈনিক আমার সংবাদ পত্রিকার অগ্রযাত্রার এক দশকে পদার্পন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার(১৩ ফেব্রয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডের বটতলায় আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল।
দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি রাইসুল ইসলাম লিটনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- বাংলাদেশ হোমিও বোর্ডের সদস্য ও টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. কায়েম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল
জেলা শাখার সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভির টাঙ্গাইল উত্তর প্রতিনিধি দাস পবিত্র, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক মীর আনোয়ার হোসেন, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি আরমান কবীর সৈকত, বিজয় টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জল,
ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী মৃদুল, দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাংবাদিক সোহেল রানা, আমার সংবাদ পত্রিকার কালিহাতী প্রতিনিধি শরীফুল ইসলাম, গোপালপুর প্রতিনিধি সোহেল রানা, সবুজ সরকার, মনির হোসেন, সিরাজ আল মাসুদ, নুরনবী রবিন প্রমুখ।
অনুষ্ঠানে কেক কাটার পর পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
