আজ- শনিবার | ১০ জানুয়ারি, ২০২৬
২৬ পৌষ, ১৪৩২ | সকাল ৯:১২
১০ জানুয়ারি, ২০২৬
২৬ পৌষ, ১৪৩২
১০ জানুয়ারি, ২০২৬, ২৬ পৌষ, ১৪৩২

আমি আ’লীগের রাজনীতি করিনা, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি……কাদের সিদ্দিকী

দৃষ্টি নিউজ:


কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো এ দেশে আবার নির্বাচন হলে শেখ হাসিনাকে সবাই মহিলা স্বৈরাচারী শাসক বলবে কিন্তু আমি তা হতে দেব না। আমি আওয়ামী লীগের রাজনীতি করি না, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বোন। যে রাজনীতি করলে শেখ হাসিনার বদনাম হয় আমি সে রাজনীতিও করিনা। তিনি বলেন, গত ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ পন্ড করতে ঢাকায় যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। আগের রাতে বিএনপি’র শত শত নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। সমাবেশের খবর সকল টেলিভিশনে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার(১৫ নভেম্বর) সন্ধ্যায় সখীপুর উপজেলা ডাকবাংলো চত্তরে স্থানীয় কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত ‘ভোট ডাকাতি দিবস’ পালন উপলক্ষে সমাবেশে বঙ্গবীর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনারের সমালোচনা করে বলেন, জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে নির্বাচন কমিশনার নির্বোধের প্রমাণ দিয়েছেন।
সমাবেশে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা , সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন-নবী-সোহেল প্রমুখ।
প্রসঙ্গত: ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগ সরকার কর্তৃক গণমানুষের ভোটের অধিকার হরণের প্রতিবাদে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিবছর ১৫ নভেম্বর ভোট ‘ডাকাতি দিবস’ পালন করে আসছে।

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়