দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের আশেকপুরে এলাকাবাসীর উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার(২৩ ডিসেম্বর) জাতীয় পার্টির এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টাঙ্গাইল-৫(সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও রাজনীতিক শিল্পপতি পীরজাদা শফিউল্লাহ আল মুনির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় স¯্রাধিক নারী-পুরুষের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা শফিউল্লাহ আল মুনির বলেন, আমি অতি সাধারণ একজন মানুষ। আমি সকল মানুষের পাশে দাঁড়াতে চাই। তাদের সেবা করতে চাই। আপনারা যে কোন সময় যে কোন বিষয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হয়ে থাকতে চাই। সদর উপজেলার সকল উন্নয়নে আমি আপনাদের সহযোগিতা ও দোয়া চাই। আপনারা পাশে থাকলে আমার শক্তি বেড়ে যায়। আপনাদের সেই শক্তি নিয়ে আমি নির্বাচনে এসেছি। জাতীয় পার্টি আমাকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দিয়েছে আপনাদের সেবা করার জন্য। আগামি নির্বাচনে আমাকে আপনাদের কাছের ও ঘরের ছেলে মনে করে লাঙ্গল প্রতীকে একটি করে ভোট দিবেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যদি আপনারা আমার পাশে থেকে সদর উপজেলার উন্নয়নে অংশ গ্রহণ করতে চান তাহলে উপজেলার প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট চাইবেন। টাঙ্গাইলবাসীর ঘরের ছেলে হিসেবে এটা আপনাদের কাছে আমার অনুরোধ।
আশেকপুর উত্তর মসজিদ কমিটির সভাপতি আলোক মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয পার্টির সদস্য সচিব অ্যাভোকেট আব্দুস ছালাম চাকলাদার, যুগ্ম-আহ্বায়ক মো. ওয়ারেজ, সদর উপজেলা শাখার সভাপতি অ্যাভোকেট আবু তাহের, শহর শাখার সভাপতি আহসান খান আছু, জেলা সচেতন নাগরিক ফোরাম ও হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন, জাতীয় যুব সংহতি জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও শিক্ষানবীশ আইনজীবী এবং মানবাধিকার কর্মী ইসমাইল হোসেন সোহেল প্রমুখ।
