দৃষ্টি নিউজ:

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, যেহেতু আমরা দলীয়ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যায় নাই- আমাদের কোনকিছু করা উচিত না। তারপরও আমি ব্যক্তি হিসেবে নির্বাচন করতে চাই। যেহেতু দাড়িয়াপুরের চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার করিয়েছে আহমেদ আযম খান আবার তাকে জেল থেকে বের করেও এনেছে আহমেদ আযম খান। তাঁর এই ধরণের অপকর্ম বন্ধ করতে আমি টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের নির্বাচন করতে চাই। শনিবার(১০ জানুয়ারি) সন্ধ্যায় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় দলের নেতাকর্মীরা সমস্বরে তাকে সমর্থন দিলে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে দলীয় প্রার্থী আহমেদ আযম খান নিজেকে ‘বাতেন বাহিনীর’ মুক্তিযোদ্ধা দাবি করেন। মহান মুক্তিযুদ্ধের সময় বাসাইল-সখীপুরে কাদেরিয়া বাহিনী ছাড়া কারো অস্তিত্ব ছিলনা। তিনি চরম মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদীকে কখনো সমর্থন করতে পারিনা, মহান আল্লাহও মিথ্যাবাদীকে ঘৃণা করেন। আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চেয়ে খারাপ। আমি তারেক রহমানের ধানের শীষের নির্বাচন করতে যেতে পারি, কিন্তু ভুলেও আহমেদ আযম খানের নির্বাচনকে সমর্থন করবোনা।
দলের নেতাকর্মীদের উদ্দেশে বঙ্গবীর বলেন, আমি নির্বাচনে অংশ নিলে তোমরা যেভাবে প্রচারণা চালাতে, আমার কাছে আসতে- সেভাবেই সালাউদ্দিন রাসেলের পাশে থাকবে।

১৯৭১ সালে আমরা যেভাবে যুদ্ধে নেমেছিলাম আগামি নির্বাচনে সেভাবে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের পক্ষে থাকবো। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পুরানো মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়না। কেউ টাকা দিলেই কাউকে গ্রেপ্তার না করতে পুলিশকে তিনি অনুরোধ করেন।
বঙ্গবীরের সখীপুরস্থ দীপ কুড়ি কুশি কুটিরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আলহাজ আব্দুস ছবুর খানের সভাপতিত্বে আয়োজিত ওই বিশেষ কর্মীসভায় দলের প্রায় দুই ডজন নেতা বক্তব্য রাখেন।
