আজ- ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  রাত ৩:৩৫

উন্নয়ন কর্মকান্ডে গণমাধ্যম কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ :: কৃষিমন্ত্রী

 

দৃষ্টি নিউজ:

আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সকল উন্নয়ন কর্মকান্ডে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনীতিসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রের অবস্থা গণমাধ্যমে তুলে আনার দায়িত্ব সাংবাদিকদের। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সংশ্লিষ্ট এলাকাকে জাতির সামনে উপস্থাপন করে।

সেজন্য নির্ভুল, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের কর্তব্য। সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের অগ্রনী ভূমিকা রাখতে হবে।

বর্তমান সরকারের পরিকল্পনায় গ্রামভিত্তিক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন হলেই প্রধানমন্ত্রীর এ স্লোগানের স্বপ্নের দেশ পাওয়া যাবে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধনকালে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।

ধনবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় ওই কার্যালয় উদ্বোধন করা হয়।

সংগঠনের সভাপতি রবিউল আলম সাহীনের সভাপতিত্বে একাত্তর টেলিভিশনের সিনিয়র ম্যানেজার আব্দুর রউফ সংগ্রাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ীর পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, মুশুদ্দি রিজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাশ, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল, উপজেলা পরিষদের মহিলা

ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, আওয়ামী যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন।

এসময় অনলাইনে সংযুক্ত ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব খন্দকার আলমগীর, এটিএন বাংলার ভাইস-চেয়ারম্যান মোকাদ্দেম বাবু, দ্যা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সিনিয়র সাব এডিটর আবু মো. মাসানী, মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ আপন আহসান, কবি ও সাংবাদিক চপল মাহমুদ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno