আজ- শুক্রবার | ৩১ অক্টোবর, ২০২৫
১৫ কার্তিক, ১৪৩২ | রাত ৪:১৯
৩১ অক্টোবর, ২০২৫
১৫ কার্তিক, ১৪৩২
৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক, ১৪৩২

একটি মোটরসাইকেল কিনে আরেকটি ফ্রি পেলেন কামাল

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের জমজম মটরস থেকে হোন্ডা কোম্পানীর একটি ‘সিভি হর্ননেট’ মোটরসাইকেল কিনে আরেকটি মোটরসাইকেল ফ্রি পেয়েছেন কামাল হোসেন নামে এক যুবক। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তারাগঞ্জ গ্রামের রাজু মন্ডলের ছেলে।

সোমবার(২৮ অক্টোবর) দুপুরে শহরের ময়মনসিংহ সড়কে জমজম মটরসে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর হাতে ফ্রি পাওয়া মোটরসাইকেল তুলে দেয়া হয়।

এসময় টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া(বড় মনি), টাঙ্গাইল আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের এভিপিও ব্যবস্থাপক আসাদুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ঢাকা অঞ্চলের রিজিওনাল ইনচার্জ মিজানুর রহমান, টাঙ্গাইল জমজম মটরস শো-রুমের স্বত্ত্বাধিকারী মোহতাসিম বিল্লাহ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

https://youtu.be/GaG9nNHBImM

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর টাঙ্গাইল শহরের জমজম মটরস থেকে কামাল হোসেন এক লাখ ৮৯ হাজার ৮০০টাকায় একটি ‘সিভি হর্ননেট ১৬০ সিসি আর’ হোন্ডা ক্রয় ও কুপন পূরণ করেন। গত ৩১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ‘র‌্যাফেল ড্র’তে কামাল হোসেন ওই হোন্ডা পেয়ে বিজয়ী হন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়