আজ- বৃহস্পতিবার | ১৬ অক্টোবর, ২০২৫
৩১ আশ্বিন, ১৪৩২ | রাত ১:৪৭
১৬ অক্টোবর, ২০২৫
৩১ আশ্বিন, ১৪৩২
১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন, ১৪৩২

একশত মিনিটে পরীমণি অজানা কাহিনী শুনাবেন

দৃষ্টি বিনোদন:

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি। যিনি বর্তমানে ফেসবুকে সর্বাধিক অনুসারী (১৬ মিলিয়ন) অর্জনকারী তারকা এবার অংশ নিচ্ছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর ১০ম পর্বে। বিশেষ এই পর্বটি সম্প্রচারিত হবে ৪ অক্টোবর, শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

 

 

 

 

 

প্রায় ১০০ মিনিটব্যাপী এই বিশেষ আয়োজনে প্রথমবারের মতো নিজের জীবনের অজানা কিছু গল্প শোনাবেন পরীমণি। আগের থেকে অনেক বেশি পরিণত ভাবেই তিনি জানান, “এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি, যা আগে কখনও করতাম না।”

 

 

 

পরীমণি বলেন, তার এই পরিবর্তনের প্রধান কারণ সন্তানরা। তিনি বলেন, “এতদিন আমার কোনও সঞ্চয় ছিল না। কিন্তু এখন আমি মাসে নিয়মিত সঞ্চয় করি আমার সন্তানদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে।”

 

 

 

 

 

“আমি এখন পুণ্য আর প্রিয়মের মা। তবে চাই আরও ৯৮টি বাচ্চার মা হতে। মোট ১০০ বাচ্চার মা হয়ে তাদের লালন-পালন করতে চাই। আল্লাহ যেন আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ করার ক্ষমতা দেন। কারণ এ যুগে সন্তান বড় করতে অনেক অর্থের প্রয়োজন।”

 

 

 

 

তিনি আরও জোর দিয়ে বলেন, ব্যক্তি বা নায়িকা হিসেবে ব্যর্থ হলেও মা হিসেবে তিনি কখনও নিজেকে ব্যর্থ হতে দেবেন না।

 

 

 

 

 

অভিনয় জগতে আসার আগে পরীমণি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে লজ্জায় আর ক্লাসে ফিরে যাননি। এছাড়া নিজের ব্যক্তিগত জীবনের আরেকটি দিকও তুলে ধরেন তিনি। বরিশালে তার প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে প্রায় আড়াই হাজার মানুষের জন্য নিজ হাতে গরুর মাংস রান্না ও অন্যান্য রান্নার তদারকি করেছিলেন।

 

 

 

 

 

 

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর এই বিশেষ পর্বটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়