মনির হোসেন, এলেঙ্গা:
টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার(৩১ আগস্ট) সন্ধ্যায় এলেঙ্গা পৌরসভার ফটিকজানী এলাকায় ৮নং ওয়ার্ডবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হামলার শিকার ব্যবসায়ী নায়েব আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি ঝিলিক, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোকছেদ আলী, সাবেক ইউপি সদস্য আ. বারেক, হযরত আলী, বাবলু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মহেলা গ্রামের তোফাজ্জল গংরা ব্যবসায়ী নায়েব আলীর কাছে চাঁদা দাবি করে, না দেওয়ার কারণে গত শুক্রবার(২২ আগস্ট) বিকালে তার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ বিষয়ে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী থানা আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি গোয়েন্দা পুলিশ(ডিবি) তদন্ত করছে। বক্তারা দ্রæত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষরা অংশ নেয়।