আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১১:৩৭
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

এলেঙ্গায় ভেজাল জিরা বিক্রির দায়ে জরিমানা আদায়

এলেঙ্গা প্রতিনিধি:

টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গা কলেজ রোডে অবস্থিত মালেক এন্টারপ্রাইজকে ভেজাল জিরা বিক্রি করার দায়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল ওই অভিযান চালান।

 

 

 

 

জানা যায়, এলেঙ্গার মালেক এন্টারপ্রাইজ আমদানিকৃত ভারতীয় ও মিশরীয় জিরা দেশের বিভিন্ন জেলায় উৎপাদিত জিরার মধ্যে নিম্নমানের ও ভেজাল জিরা মিশিয়ে নতুন করে ‘ডায়মন্ড জিরা’ নামে মোড়কে প্যাকেটজাত করে বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই কারখানায় অভিযান চালায়। অভিযানে সত্যতা পেয়ে মালেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল বারেককে প্রশাসনিক ব্যবস্থায় দুই লাখ টাকা জরিমানা করেন।

 

 

 

 

 

টাঙ্গাইল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিহার করার জন্য ওই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে সতর্ক করা হয় বলেও জানান তিনি।

 

 

অভিযান পরিচালনাকালে জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগীতা করে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়