আজ- বুধবার | ২৪ ডিসেম্বর, ২০২৫
৯ পৌষ, ১৪৩২ | রাত ১০:৩৮
২৪ ডিসেম্বর, ২০২৫
৯ পৌষ, ১৪৩২
২৪ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ, ১৪৩২

ঐতিহ্যবাহী ফাইলা পাগলার মেলা স্থগিত

সখীপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার দাড়িয়াপুর গ্রামের ঐতিহ্যবাহী ও বহুল আলোচিত ‘ফাইলা পাগলার’ মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

 

 

 

 

 

জানা যায়, সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে প্রায় ৭৬ বছর ধরে চলে আসা ‘ফাইলা পাগলার’ মেলা একটি ঐতিহ্যবাহী লোকজ মেলা। প্রতি বছর হিজরি রজব মাসের প্রথম দিন থেকে মেলার কার্যক্রম শুরু হয়ে মাসব্যাপী চলে। পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হয় বড় মেলা। তবে মানতকারী ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনা থাকে পুরো মাসজুড়ে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ মানত করা মোরগ, খাসি ও গরু নিয়ে দাড়িয়াপুরের লালমাটির পাহাড়ি এলাকায় সমবেত হন। মাজারের চারপাশের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মোরগ ও গরু-খাসি জবাই করে মানত আদায় করা হয়। ফলে মাসজুড়ে সেখানে বিপুল জনসমাগম সৃষ্টি হয়। সে হিসেবে গত সোমবার(২২ ডিসেম্বর) থেকে মেলা শুরু হয়। মেলায় আসতে থাকায় জনসমাগম বাড়ছিল।

 

 

 

 

 

 

 

 

বুধবার মেলায় অভিযান চালায় স্থানীয় প্রশাসন। অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা, সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দীন, বাসাইল সেনা ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা এবং পুলিশ, সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা অপসারণের নির্দেশ দেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।

 

 

 

 

 

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে এ ধরনের বড় আকারের ও দীর্ঘস্থায়ী মেলায় অতিরিক্ত জনসমাগম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। বিশৃঙ্খলা বা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নির্বাচন কমিশনের নির্দেশনা ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো বড় জনসমাগম ও দীর্ঘমেয়াদি উৎসব সাময়িকভাবে বন্ধ রাখার অংশ হিসেবে ‘ফাইলা পাগলার’ মেলা স্থগিত করা হয়েছে।

 

 

 

 

 

 

সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই সরকারের প্রধান লক্ষ্য। সে কারণে আপাতত বড় ধরনের মেলা, ওরস ও উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইলা পাগলার মেলা বন্ধ রাখা তারই অংশ।

 

 

 

 

 

সখীপুর থানার ওসি হেলাল উদ্দীন জানান, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও মেলা আয়োজকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের যৌথ অভিযান আগামিতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়