দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের(সম্মিলিত মানবাধিকার বিশ্ব) উদ্যোগে আর্তমানবতার সেবায় দুস্থ ও শীতার্ত পৌরবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি বিকালে পৌরসভা মিলনায়তনে সংগঠনের টাঙ্গাইল জেলা ইউনিট আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের পৌর পিতা এসএম সিরাজুল হক আলমগীর।
সংগঠনের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের নির্বাহী সভাপতি আরিফ-উর-রহমান টগর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন।
এ সময় শহরের অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়।