আজ- শুক্রবার | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
৪ আশ্বিন, ১৪৩২ | রাত ৩:১৯
১৯ সেপ্টেম্বর, ২০২৫
৪ আশ্বিন, ১৪৩২
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন, ১৪৩২

কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ

দৃষ্টি নিউজ:

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের টাঙ্গাইলের বাসভবনে শনিবার(৬ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রোববার(৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় তার পিএস ফরিদ আহমেদ লিখিতভাবে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দাখিল করেছেন।

 

 

 

 

 

টাঙ্গাইলের জেলা সদর রোডে কবি নজরুল স্মরণিতে কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে। ভবনটির চার তলায় কাদের সিদ্দিকীর বসবাস করেন।

 

 

 

 

 

 

বাসার কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিনগত গভীর রাতে কাদের সিদ্দিকী বাসায় ঘুমাচ্ছিলেন। দিবাগত রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তের একটি দল বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মুখ বাঁধা ও কয়েকজন হেলমেট পড়া ছিল।

 

 

 

 

 

পুলিশ জানায়, হামলার ঘটনায় কাদের সিদ্দিকীর বাসার শুধু জানালার কাচ এবং নিচে পার্কিং এ থাকা একটি গাড়ির কাচ ভেঙেছে।

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) তানবীর আহমেদ জানান, ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। কোনো আহত হওয়ার ঘটনা নেই। কাদের সিদ্দিকীর পিএস ফরিদ আহমেদ বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। মামলা নেওয়া হবে কী-না তা পরে জানানো হবে।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়