
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হরিপুর গ্রামে শনিবার(২৮ মার্চ) স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আহতরা হচ্ছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক শুকুর মাহমুদ তালুকদার (৫৭), নুরুজ্জামান সনি তালুকদার (৩৫), নুর-নবী তালুকদার (২৬), সাদেক আলী তালুকদার (৬৫), সাইফুল ইসলাম তালুকদার (২৫), আ. হালিম তালুকদার (৬০), রাসেল তালুকদার (২৬), রেজাউল করিম তালুকদার (৫৯), আওয়াল হোসেন তালুকদার(৩৬), মজিবর তালুকদার(৬৫)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আ. হালিম তালুকদারকে ঘাটাইল সিএমএইচএ ও রাসেল তালুকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কালিহাতী পৌর আ’লীগের সভাপতি আ. মালেক তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক শুকুর মাহমুদের সাথে হরিপুর গ্রামের প্রতিবেশি আব্দুল হালিম তালুকদার ও রেজাউল করিম তালুকদারদের দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। আধিপত্য বিস্তারের সূত্র ধরে জমিজমা নিয়ে থানা ও আদালতে উভয় পক্ষের মামলা রয়েছে।
শুক্রবার(২৭ মার্চ) সন্ধ্যায় শুকুর মাহমুদের লোকজনের সাথে প্রতিপক্ষ হালিম তালুকদারের লোকজনের কথা কাটাকাটি হয়। ওই কথাকাটাকাটির জের ধরে শনিবার উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের দুটি টিম পাঠানো হয়েছিল। শুনেছি কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
