কালিহাতী প্রতিনিধি:

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী থানার পশ্চিম পাশে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাশেদ মিয়া(৩০) নামে এক চালক নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, একটি বড় কাভার্ড ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক রাশেদ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাশেদ মিয়া নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি থানার পাশের একটি গাছে ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই মারা যান। পরে হাইওয়ে পুলিশ ও কালিহাতীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর সাময়িকভাবে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
