কালিহাতী প্রতিনিধি:

টাঙ্গাইল-৪(কালিহাতী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের দাঁড়িপাল্লার সমর্থনে শনিবার(২২ নভেম্বর) কালিহাতীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এদিন এলেঙ্গার সরকারি শামসুল হক কলেজ মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে যমুনাসেতু, গরিলাবাড়ি ঘাট, সল্লা-দেউপুর-নারান্দিয়া-পালিমা, ধুনাইল-বাগুটিয়া-কালিহাতী বাসস্ট্যান্ড, কালিহাতী-চারান-কস্তুরিপাড়া, ভিয়াইল-পারখী-বর্গা ইত্যাদি গুরুত্বপূর্ণ সড়ক ও হাট-বাজার প্রদক্ষিণ করে।
জামায়াতের মজলিশে শুরা সদস্য ও টাঙ্গাইল জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ও উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আলী ও সেক্রেটারী এসএম এনামুল হকের পরিচালনায় শোভাযাত্রায় উপজেলার সকল ইউনিয়ন, পৌরসভার আমীর ও সেক্রেটারী, নেতা-কর্মী, যুব বিভাগের সকল ইউনিয়ন, পৌরসভার সভাপতি-সেক্রেটারী, নেতাকর্মী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল ইউনিয়ন, পৌরসভার সভাপতি-সেক্রেটারী নেতাকর্মী, ইসলামী ছাত্রশিবিরের সকল ইউনিয়ন, পৌরসভার সভাপতি-সেক্রেটারী নেতাকর্মী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।
