দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দেউপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ২০০পিস নেশা জাতীয় দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ মো. শফিকুল ইসলাম নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি-উত্তর)। রোববার(১১ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ(ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ এবিএমএস দোহার তত্ত¡াবধানে এসআই মো. আবু সিদ্দিকের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ গোপনে খবর পেয়ে দেউপুর পূর্বপাড়ায় অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মৃত মহের উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলামের কাছ থেকে ২০০পিস বিক্রি নিষিদ্ধ টাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেশা জাতীয় দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটের বাজারমূল্য ৬০ হাজার টাকা।
পুলিশ সুপারের প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উল্লেখিত ঘটনায় কালিহাতী থানায় রোববার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত মো. শফিকুল ইসলামকে আদালতে উপস্থাপন করা হয়েছে।
