দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্ট্রেশনে মঙ্গলবার(১৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম- পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর।
বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্ট্রেশনের মাস্টার আব্দুল মান্নান জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনিরহাট এক্সপ্রেসের একটি ট্রেন বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্ট্রেশনে এসে থামে। এ সময় ওই ট্রেন থেকে এক যাত্রী কিছু কেনার জন্য নিচে নামেন। পরে ওই যাত্রী তাড়াতাড়ি ট্রেনে যাওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।