দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে তিন ভাগে বিভক্ত হয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।
রোববার(২৭ অক্টোবর) সকাল ও বিকালে উপজেলার শফি সিদ্দিকী চত্তর, বাসস্ট্যান্ডের বল্লা রোড এবং উপ-শহর এলেঙ্গায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলো পালন করা হয়। ফলে দলের অভ্যন্তরীণ কোন্দল আবরও প্রকাশ্য রূপ পেল।
এলেঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প
টাঙ্গাইলের উপ-শহর খ্যাত এলেঙ্গা জমিদার বাড়ি মাঠে রোববার(২৭ অক্টোবর) বিকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মো. শাফী খান সমর্থক গোষ্ঠী ও যুবদলের নেতৃবৃন্দের উদ্যোগে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন- এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মো. শাফী খান।
ফ্রি মেডিকেল ক্যাম্প পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক যুবনেতা শহীদুল ইসলাম তানভীর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, এলেঙ্গা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল আমিন, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লিটন, আব্দুর রহিম মাষ্টার, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সুজন মাহমুদ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর বিএনপি নেতা শাহ আলম, পৌর যুবদল নেতা লাভলু তালুকদার, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।
আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন- ডায়াবেটিস, মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডা. আবিদ হোসেন অপু।
কালিহাতীর বল্লা রোডে আলোচনা সভা
কালিহাতীর বাস্ট্যান্ডের বল্লা রোডে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
ওই আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি লুৎফর রহমান মতিন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, ড্যাব নেতা ডা. শাহআলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এসএমএ খালিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোজাম্মেল হক হিরু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন।
শফি সিদ্দিকী চত্বরে আলোচনা সভা
জাতীয়তাবাদী যুব দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিহাতীর শহীদ শফি সিদ্দিকী চত্বরে রোববার(২৭ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
প্রতিষ্ঠাবার্ষিকীর ওই আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সহ-সভাপতি মজনু মিয়া, শামীম আল মামুন প্রামাণিক, জাকির হোসেন জিন্নাহ ও মজিদ মন্ডল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু। সভা পরিচালনা করেন, কালিহাতী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।
জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানেও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রকাশ, জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনটি অনুষ্ঠানেই কেক কাটা হয়। প্রতিটি অনুষ্ঠানেই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা নিজেদের অবস্থান দৃঢ় ও সাংগঠনিক শক্তি প্রদর্শনে উপজেলা সদর ও পৌর সভা সহ বিভিন্ন ইউনিয়নের কর্মী-সমর্থকদের স্বাগত জানানো হয়।