আজ- বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর, ২০২৫
১০ পৌষ, ১৪৩২ | রাত ১:১৪
২৫ ডিসেম্বর, ২০২৫
১০ পৌষ, ১৪৩২
২৫ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ, ১৪৩২

কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

দৃষ্টি নিউজ:

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামকস্থানে বৃহস্পতিবার(১৩ মার্চ) দুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হলে ঘণ্টাখানেক পর পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

 

 

 

 

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম জানান, ঢাকা ও উত্তরবঙ্গগামী দুইবাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের আনালিয়া বাড়ী এলাকায় ২৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 

 

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটি সরিয়ে নিতে মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছিল।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়