দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার রাজাবাড়ীর একটি দোকান ও ভাঙ্গাবাড়িতে ইলেকট্রিক ক্যাবল গোডাউনে মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, রাজাবাড়ী রেল গেট সংলগ্ন মেসার্স নাহার এণ্টারপ্রাইজ নামে একটি দোকানের তালা ভেঙে প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়। এছাড়া ওই রাতেই একইভাবে শেখ মো. ফরিদের মালিকানাধীন একটি ইলেকট্রিক ক্যাবল গোডাউনের এক হাজার ৭১৪পিস(কয়েল) তার চুরি হয়। চুরি হওয়া তারের মূল্য প্রায় ১৬ লাখ ৮০হাজার টাকা।
ইলেকট্রিক ক্যাবল গোডাউনের মালিক শেখ মো. ফরিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার পরও তিনি গোডাউনের চারপাশ ঠিক-ঠাক দেখতে পেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন বুধবার ভোরে তিনি গোডাউনে গিয়ে দেখতে পান কলাপসেবল গেট ও সার্টারের তালা ভেঙে তার চুরি হয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার পুলিশ পরিদর্শক নাসির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
