আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | বিকাল ৪:১৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

কালিহাতীতে ধান ক্ষেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কালিহাতী প্রতিনিধি:

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ গ্রামের মাঝিপাড়ার একটি ধান ক্ষেত থেকে শনিবার(৫ এপ্রিল) দুপুরে ফজিলা বেগম(৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা ফজিলা বেগম ওই গ্রামের মৃত চান মাহমুদের স্ত্রী।

 

 

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার(৪ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে মেয়েরা ফজিলা বেগমকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পায়নি। এ সময় বৃদ্ধার বসত ঘরটির দরজা ও জানালা বন্ধ ছিল। শনিবার সকাল ৮টার দিকে ঘরে না পেয়ে মেয়েরা ওই বৃদ্ধাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশের বোরো ধানের জমির পাশে ফজিলা বেগমেরব মরদেহ দেখতে পাওয়া যায়। ফজিলা বেগমের মুখে কাঁদা মাখানো ছিল। তাদের চিৎকারে আশপপাশের লোকজন এগিয়ে আসলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 

 

 

ফজিলা বেগমের স্বজনদের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র ফজিলাকে হত্যা করে তার গলা, কান ও হাতে থাকা স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

 

 

 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবুল কালাম ভূইয়া জানান, বৃদ্ধা ফজিলা বেগমের মুখে কাঁদা মাখানো ছিল। তার একটি কান কাটা ও নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে মরদেহটি লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়