আজ- বুধবার | ৫ নভেম্বর, ২০২৫
২০ কার্তিক, ১৪৩২ | রাত ৩:০৭
৫ নভেম্বর, ২০২৫
২০ কার্তিক, ১৪৩২
৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক, ১৪৩২

কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপিত

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের কালিহাতীতে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে শনিবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল, মঙ্গল শোভাযাত্রা, সুধী সমাবেশ, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, লাঠি খেলা, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি।
কালিহাতী আরএস মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গল শোভাযাত্রায় বাংলার ঐতিহ্য ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়িতে উঠে বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকরা বর্ণিল সাজে অংশ নেয়।
দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাফিসা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, কালিহাতী আরএস মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়