দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী পৌর আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা দিবস পালন করা হয়েছে।
শনিবার(২১ আগস্ট) স্থানীয় শহীদ শফি সিদ্দিকী চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারি।
কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার
আলী বিকম, ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, কালিহাতী পৌরসভার মেয়র মো. নুরুন্নবী সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যে সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে গ্রেনেড হামলাকারীদের ফাঁসি দেওয়ার দাবি জানান বক্তারা।
এরআগে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
