দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে এক শিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। রোববার(৯ ফেব্রুয়ারি) ভোকেশনাল শিক্ষার্থীদের গণিত পরীক্ষায় এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্টেট শাহরিয়ার রহমান।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে তালেমন হযরত আলী মৎস্য ও প্রযুক্তি ইনস্টিটিউট কেন্দ্রে দায়িত্বে থাকা আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একইসাথে পরীক্ষায় অসদুপায় অবরশ্বন করার দায়ে এলেঙ্গা বিএম কলেজ কেন্দ্রের একজন ও কালিহাতী সদরের কুষ্টিয়া টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরো বলেন, চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।