দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে সকল ধর্মের লোকজন নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুসংহতকরণের লক্ষ্যে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন। প্রধান অতিথি ছিলেন- কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মনিরুজ্জামান মনির, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু হানিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গণেশ চন্দ্র সাহা প্রমুখ।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।