আজ- বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
১০ আশ্বিন, ১৪৩২ | রাত ৪:১২
২৫ সেপ্টেম্বর, ২০২৫
১০ আশ্বিন, ১৪৩২
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন, ১৪৩২

কালিহাতীর দুর্গোৎসব হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ :: মতবিনিময় সভায় বক্তারা

কালিহাতী প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় বক্তারা মন্তব্য করেছেন, উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে আয়োজিত ১৬৩টি মণ্ডপের দুর্গাপূজা হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ- সেজন্য যা যা করণীয় তার সব করা হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী থানা প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অংশীজন ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভায় ওই মন্তব্য করা হয়। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান।


সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সবাই মিলে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হোক- এটা সবারই কাম্য। শারদীয় দুর্গোৎসব শুধুমাত্র একটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়- এটি একটি সার্বজনীন উৎসব। এ উৎসবকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। কালিহাতীতে সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট ছিল। এ সম্প্রীতি আরও দৃঢ় হোক। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। পূজার সময়ে যাতে কোনো অঘটন না ঘটে- সেদিকে কঠোর নজরদারি থাকবে। এছাড়া প্রতিটি পূজামÐপ সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন।


পুলিশের পক্ষ থেকে বলা হয়, প্রতিটি পূজামÐপে আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি পুলিশের টহল ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর আহŸান জানানো হয়।


কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা পূজা উদযাপন ফ্রণ্টের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক, থানার পুলিশ পরিদর্শক(ওসি-তদন্ত) শরিফুল ইসলাম, কালিহাতী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক হোসেন নাসিফ প্রমুখ।


ওই মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়