আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ২:৩৭

কালিহাতী প্রেসক্লাবের নয়া কমিটি গঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নয়া কমিটিতে সভাপতি পদে মীর আনোয়ার হোসেন(সমকাল) ও সাধারণ সম্পাদক পদে দাস পবিত্রকে(বাংলা টিভি) মনোনীত করা হয়েছে।


বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) কালিহাতী উপজেলা পরিষদের হলরুমে দুই পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যকরী কমিটি গঠন করা হয়।


টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালিহাতী প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার কাজী জাকেরুল মওলা নয়া কমিটির সাংগঠনিক কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।


নবগঠিত কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি কামরুল হাসান(পূর্বাকাশ), রাইসুল ইসলাম লিটন(যায়যায়দিন), যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা(বাংলাদেশ বুলেটিন), মনির হোসেন(সময়ের কাগজ), কোষাধ্যক্ষ লতিফ তালুকদার(আজকের দর্পন),

ক্রীড়া সম্পাদক নুরুন্নবী রবিন(বাংলাদেশের আলো), সাহিত্য সম্পাদক আনিসুর রহমান শেলী(দৈনিক গণমুক্তি), দপ্তর সম্পাদক মনসুর হেলাল(আজকের পত্রিকা)।

কার্যকরী কমিটির সদস্যরা হচ্ছেন- শাহ আলম(মজলুমের কণ্ঠ), রশিদ আহমদ আব্বাসী(দৈনিক জবাবদিহি), তারেক আহমেদ(যুগান্তর), মুসফিকুর রহমান মিল্টন(মানবকণ্ঠ) ও সুমন ঘোষ(ডেইলি নিউজ মেইল)।


দুই পর্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারি। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কালিহাতী প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান মিয়া।


প্রকাশ, এ কমিটি ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে। পরে সভাপতি হিসেবে যুগান্তরের প্রতিনিধি তারেক আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে মানবকণ্ঠের প্রতিনিধি মুসফিকুর রহমান মোল্লা মিল্টন দায়িত্ব পালন করবে। প্রেসক্লাবের সদস্যদের দ্বিধাবিভক্তি নিরসনে এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno